বৃহস্পতিবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

English

কৌশলগত নয়া ড্রোন ও প্রশিক্ষণ বিমান প্রদর্শন করল ইরান

পোস্ট হয়েছে: এপ্রিল ১৬, ২০১৭ 

news-image

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার নিজস্ব প্রযুক্তিতে তৈরি নতুন প্রশিক্ষণ বিমান ‘কাওসার’ এবং কৌশলগত ড্রোন ‘মোহাজের-৬’ এই প্রথমবারের মতো প্রদর্শন করেছে। ইরানের প্রতিরক্ষা প্রযুক্তি ক্ষেত্রে সাফল্য সংক্রান্ত একটি প্রদর্শনীতে এটি তুলে ধরা হয়। এ ছাড়াও প্রতিরক্ষা প্রযুক্তি খাতে ইরানের আরও কিছু সাফল্যও এ প্রদর্শনীতে শোভা পাচ্ছে।

তেহরানে ইরানিয়ান হেলিকপ্টার সাপোর্ট অ্যান্ড রিনিউয়াল বা আইএইচএসআরসি এ প্রদর্শনীর আয়োজন করেছে। ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি এ প্রদর্শনী পরিদর্শন করেন।

এতে মোহাজের-৬ নামের কৌশলগত ড্রোন, ‘নাসির’ নামের জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং বিমান থেকে বিমানে নিক্ষেপযোগ্য ‘ফাকুর’ ক্ষেপণান্ত্রও এই প্রথমবারে মতো প্রদর্শন করা হয়েছে।

প্রদর্শনীতে ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহ্‌কান বলেন, ‘কাওসার’ এবং ‘কাহহার এফ-৩১৩’ জঙ্গি বিমান তৈরির মাধ্যমে ইরান ভারি বিমান তৈরির দিকে এগিয়ে যাচ্ছে। এছাড়া, নিজস্ব প্রযুক্তিতে জেট বিমানের ইঞ্জিন তৈরির পরিকল্পনাও ঘোষণা করেন তিনি। সূত্র: পার্সটুডে।