মঙ্গলবার, ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

English

করোনার চার ভেষজ ওষুধের ওপর ইরানের ক্লিনিক্যাল ট্রায়াল সম্পন্ন

পোস্ট হয়েছে: নভেম্বর ১০, ২০২০ 

news-image

বিশ্বে প্রথমবারের মতো করোনাভাইরাসের জন্য চারটি ভেষজ ওষুধের ওপর ক্লিনিক্যাল গবেষণা সম্পন্ন করেছে ইরান। দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসনের (আইএফডিএ) প্রধান মোহাম্মাদ রেজা শানেহসাজ এই তথ্য জানান।

রোববার ইরানি পার্লামেন্টে গুরুত্বপূর্ণ ওষুধগুলোর সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি এই তথ্য জানান। রেজা শানেহসাজ জানান, করোনা ভাইরাস কোভিড-১৯ এর চিকিৎসায় কার্যকর চারটি ভেষজ ওষুধ উৎপাদনের লাইসেন্স দেয়া হয়েছে।

আইএফডিএ প্রধান বলেন, কিছু সংখ্যক ওষুধের মধ্য থেকে এই ওষুধগুলো বাছাই করা হয়েছে। কোভিড-১৯ এর চিকিৎসায় যেগুলো কার্যকর হয়ে থাকতে পারে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।