শুক্রবার, ৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

English

এভিসি কমিটিতে ইরানের ছয় সদস্য

পোস্ট হয়েছে: নভেম্বর ১০, ২০২০ 

news-image

এশিয়ান ভলিবল কনফেডারেশনের (এভিসি) বিভিন্ন কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে। এসব কমিটিতে ছয় ইরানি নাগরিক স্থান পেয়েছেন। এভিসি আগামী চার বছরের জন্য তাদের নাম ঘোষণা করে।

এভিসির ঘোষণা মতে, ইরানের ফারহাদ শাহমিরি রেফারি কমিটির, মেহদি ইসলামি আর্থিক কমিটির, মাসুদ ইয়াজদানপানাহ প্রতিযোগিতা কমিটির, কাসরা কাফুরি কোস্টাল কমিটির এবং গোলামরেজা নোরৌজি মেডিকেল কমিটির সদস্য মনোনীত হয়েছেন। এছাড়া কনফেডারেশনের কোচ কমিটির পুনরায় সদস্য হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন ইরানের মাহমুদ আফশার দুস্ত।

এভিসি ১৯৫২ সালের ৬ মে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই এটি বিশ্বের অন্যতম বৃহৎ মহাদেশীয় ভলিবল সংস্থা হিসেবে বিবেচিত হয়ে আসছে। ১২টি সদস্য সংস্থা নিয়ে যাত্রা শুরু করা এভিসির বর্তমান সদস্য সংখ্যা ৬৫টি। সূত্র: মেহর নিউজ এজেন্সি।